২১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোয়াখালীর যাঁরা

  • আপডেট সময় বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০২৪
  • 32 পাঠক

দিশারী ডেস্ক। ২১ ফেব্রুয়ারি , ২০২৪ খ্রিস্টাব্দ।

মহান ভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের বিদেহী আত্মার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে নোয়াখালী শহরের জজকোর্ট সড়কস্থ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন নোয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়সহ সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

 

 

 

 

২১ ফেব্রুয়ারি রাতের প্রথম ভাগে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে ফুল দিয়ে শহীদদের প্রতি পরম শ্রদ্ধা জানান তাঁরা।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন এবং জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারসহ সংশ্লিষ্টরা নিজ নিজ প্রতিষ্ঠানের নামে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

 

 

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, পৌর  আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিণ্টু, সাধারণ সম্পাদক মিথুন ভট্রসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

একইভাবে, নোয়াখালী জেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, শহর বিএনপির সভাপতি আবু নাছের প্রমূখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অপরদিকে, নোয়াখালী জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষে স্ব-স্ব বিভাগের নির্বাহী প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে পাকবাহিনীর গুলিতে শহীদ হন সালাম, বরকত, সফিক ও জব্বাররা। একপর্যায়ে, পাকিস্তান সরকার বাংলাকে পূর্ববাংলার রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেন। এ থেকে ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছিল বাংলাদে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের মহান স্বাধীনতার প্রথম স্বাধিকার আন্দোলন।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর, জাতিসংঘের ইউনেস্কোয় বাংলাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!